ইন্টারনেটে ব্রাউজ করা যায় এরকম প্রায় সব ওয়েবসাইটই নিজ নিজ বিষয়বস্তু (Content) ভেদে কোন না কোন একটি বা একাধিক শ্রেণী (Category) এর অন্তর্ভুক্ত। যেমন google.com, bing.com এগুলো হল সার্চ-ইঞ্জিন (Search Engine), bbc.com, cnn.com হল নিউজ/মিডিয়া (News/Media), facebook.com হল সোশ্যাল নেটওয়ার্কিং/মিডিয়া (Social Networking/Media) ইত্যাদি। প্রতিদিনই কোন না কোন ওয়েবসাইট ও সাইটের কন্টেন্ট এরকম একটি বা একাধিক শ্রেণীর তালিকাভুক্ত হয়ে থাকে। অনেক ক্ষেত্রে প্রয়োজনের সময় অপ্রয়োজনীয় ওয়েবসাইট ব্রাউজ করাটা অপ্রত্যাশিত ও অযাচিত। যেমন পড়াশোনা/বাড়ির-কাজ বা অফিসে কাজের সময় ফেসবুক চেক করলে বা বিনোদনমূলক যেকোনো ভিডিও দেখলে মূল্যবান সময়ের অপচয় হয়।
সিওএল "সেইফনেট" পেরেন্টাল কন্ট্রোল নিম্ন তালিকাভুক্ত শ্রেণী বা ক্যাটাগরির ওয়েবসাইট ব্রাউজ করার রিকোয়েস্টগুলোকে ব্লক করার ভিত্তিতে কাজ করে:
আপনার "সেইফনেট" সার্ভিসের একটিভ (Active) লেভেল নিচের তিনটির যেকোনো একটি সেট করতে পারবেন:
১. None - একটিভ লেভেল "নান" সেট করলে অন্যান্য অপশনে যা কিছুই সেট করা থাকুক না কেন, আপনার বাসায়/অফিসে ওয়েব কন্টেন্ট ফিল্টারিং সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ, সকল ধরণের ওয়েবসাইট আপনার বাসার/অফিসের নেটওয়ার্ক থেকে ব্রাউজ করা যাবে!! কন্টেন্ট ফিল্টারিং সাময়িক বন্ধ রাখার জন্য আপনি "নান" সেট করতে পারেন।
২. Basic - একটিভ লেভেল "বেসিক" সেট করলে বেসিক-এর অন্তর্গত "Kids Safe", "Malware Protection" ও "Homework Time Protection" অপশনগুলোর সেটিং অনুযায়ী আপনার ওয়েব কন্টেন্ট ফিল্টারিং কার্যকর হবে। এখানে একটু খেয়াল করবেন - বেসিক লেভেল সিলেক্ট করার পরও "Kids Safe", "Malware Protection" ও "Homework Time Protection" অপশন তিনটির সবই যদি "Off" সিলেক্ট করে রাখেন, তখন কিন্তু কার্যত আপনার বাসায়/অফিসে কোন প্রকার ওয়েব কন্টেন্ট ফিল্টারিং হবে না!!
৩. Advanced - একটিভ লেভেল "অ্যাডভান্সড" সেট করলে অ্যাডভান্সড-এর অন্তর্গত ...